অনলাইন সার্চের বিশ্লেষণকারী সফটওয়্যার এএইচআরইএফএসের তথ্য অনুসারে শুধু বাংলাদেশ থেকেই গত মার্চ মাসে সিকে৪৪৪ শব্দটি দিয়ে সার্চ করা হয়েছে ৯৫ হাজার বার। গুগল ট্রেন্ডসের তথ্য—বাংলাদেশের রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগগুলোতে পর্যায়ক্রমে বেশি ব্যাবহার এবং সার্চ করা হচ্ছে।