একইসাথে ফিলিস্তিন এবং ওই অঞ্চলে উত্তেজনা বাড়ার জন্য তেল আবিবকে নির্লজ্জ কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করেছে।
আনাদোলু এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানায়, রোববার ভোরে, ইসরাইলি পুলিশের সুরক্ষায় ইসরাইলের ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী অবৈধ বসতি স্থাপনকারীদের একটি বিশাল দল আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একটি উস্কানিমূলক মিছিল এবং ব্যাপক অনুপ্রবেশের নেতৃত্ব দেন।
আরও পড়ুন:আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উল্লাস ইসরাইলি মন্ত্রীর
জেরুজালেম ইসলামিক ওয়াকফের মতে, কমপক্ষে ১,২৫১ জন অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী সকালে মসজিদ প্রাঙ্গণে হামলা চালায়। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে গান এবং নৃত্য পরিবেশন করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্সে পোস্ট করেছেন, ‘ইসলামের অন্যতম পবিত্র স্থানের বিরুদ্ধে এই অপবিত্রতা কেবল এক বিলিয়নেরও বেশি মুসলমানের বিশ্বাসের অবমাননাই নয় বরং আন্তর্জাতিক আইন এবং মানবতার সম্মিলিত বিবেকের উপরও সরাসরি আক্রমণ।’
তিনি বলেন, দখলদার শক্তির এই ধরনের পদ্ধতিগত উস্কানি, এবং সংযুক্তির জন্য বেপরোয়া আহ্বান, শান্তির সম্ভাবনাকে বিপন্ন করে তুলেছে।
মক্কা ও মদিনার পর আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। আল-আকসা প্রাঙ্গণটি জর্ডানের একটি ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয় এবং ইহুদিরা সেখানে যেতে পারে কিন্তু নামাজ পড়তে পারেন না।
]]>