নির্যাতিত মানুষের পাশে থাকবে বিএনপি: সাবেক মন্ত্রিপরিষদ সচিব

৩ সপ্তাহ আগে
গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসলামপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও সংহতি র‌্যালি অনুষ্ঠিত হয়।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে এ এস এম আব্দুল হালিমের নেতৃত্বে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব। 

 

ইসলামপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী এই র‌্যালিতে অংশগ্রহণ করেন। উপজেলা সদর প্রদক্ষিণ করে এই র‌্যালি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ—যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সব পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।

 

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি, জানালেন ফখরুল


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ বছর নির্যাতিত ছিল বিএনপির নেতাকর্মীরা তাই তারা জানে নির্যাতনের শিকার মানুষগুলো কতটা অমানবিক জীবন যাপন করে তাই আগামী দিনেও দেশে ও বিদেশে সকল নির্যাতিত মজলুম মানুষের পাশে থাকবে বিএনপি। বিএনপিই গণমানুষের দল মানুষের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। এছাড়াও  ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীর প্রতি নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

ইসলামপুরে আয়োজিত এই কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অত্যন্ত প্রাণবন্ত। এ র‌্যালির মাধ্যমে ইসলামপুরের জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—মানবতা ও ন্যায়ের প্রশ্নে তারা কখনো নীরব নয়।

]]>
সম্পূর্ণ পড়ুন