নির্বাচনের সময় ঘোষণার পর বিভ্রান্তি কেটে গেছে: জামায়াত নেতা

৩ সপ্তাহ আগে
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকার বা প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছেন। যারা ভেবেছিল, এদেশে আর নির্বাচন হবে না, সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে, নানা কথাবার্তার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। নির্বাচনের সময় ঘোষণার পর সেই বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে।

সোমবার (৯ জুন) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মিলনায়তনে উজিরপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

ডা. তাহের আরও বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরে আমি চৌদ্দগ্রামবাসীর সাথে গণসংযোগের সিদ্ধান্ত নিয়েছি। সোমবার প্রথম গণসংযোগ শুরু করেছি, মিয়াবাজার উজিরপুর থেকে। এরপর কাশিনগর হয়ে পুরো চৌদ্দগ্রামে গণসংযোগ করা হবে।

 

আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে জাতির কাছে দেয়া ওয়াদা রক্ষা করতে হবে: জামায়াত আমির

 

উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির আবদুস সাত্তার, মহানগরী সেক্রেটারী মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, শিল্পপতি কামাল উদ্দিন।

 

আরও পড়ুন: জামায়াতের প্রতীক ও নিবন্ধন ফেরতের বিষয়ে যা জানালেন ইসি সানাউল্লাহ

 

মিয়াবাজারে গণসংযোগ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান শেষে ডা. তাহেরসহ জামায়াত নেতারা শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের কবর জিয়ারত করেন। পরে তিনি কাশিনগর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

]]>
সম্পূর্ণ পড়ুন