সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সেমিনারে বিশেষভাবে উঠে আসে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আলোচনা।
আরও পড়ুন: যারা নির্বাচন বাধা দেয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হবে: ফখরুল
সেমিনারে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দলের সমালোচনা করে জানান, সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ তাহের জানান, সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বাড়িয়েছে।
আরও পড়ুন: পিআর পদ্ধতি যারা বোঝে না তাদের রাষ্ট্র চালানোর জ্ঞান নেই: তাহের
সেমিনারে জামায়াত নেতারা জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগের দোষীদের বিচার দৃশ্যমান করার দাবি তোলেন।
]]>