মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নুরুল হক নুর বলেছেন, কোন যোগ্যতায় কোন দলকে আমন্ত্রণ জানানো হয়েছে তা প্রশ্নবিদ্ধ। সরকার যদি কোনো দলের প্রতি ঝুঁকে পড়ে তাহলে পক্ষপাতিত্ব স্পষ্ট হয়। এতে আসলে জুলাই সনদের মহত্ত্ব হারিয়ে যাবে।
আরও পড়ুন: নুুরুল হক নুর /ইউনুস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলব, নির্বাচনের পরিবেশ তৈরি হলে
তিনি আরও বলেন, সরকার কোনো কোনো দলের প্রতি হেলে পড়ছে। অভ্যুত্থানের পরও যদি রাজনৈতিক দলগুলোর চরিত্র বদল না হয়, তাদের পরিণতি হাসিনার মতোই হবে।