নির্বাচনে লড়বেন তারেক রহমান, ভূমিকা থাকবে খালেদা জিয়ারও

৪ দিন আগে
বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা থাকবে বলেও জানান তিনি।

সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে তারেক রহমান এসব তথ্য জানান।

 

নির্বাচনের আগে দেশে আসবেন কিনা এমন প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে কিভাবে দূরে থাকি। অবশ্যই খুব দ্রুত দেশে ফিরবো।

 

দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনেছি, সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছি।

 

এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনে অংশ নেব। মাঠে থাকবো।

 

আরও পড়ুন: একসঙ্গে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

 

নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে তারেক রহমানকে দেখতে পাব কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটির সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। আর বিএনপির ক্ষেত্রে হলে সেটি দল সিদ্ধান্ত নেবে।

 

সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার যতবার হরণ করা হয়েছে, ততবার তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছেন। এবারও আপনাদের সবার চোখের সামনেই ঘটেছে, কীভাবে স্বৈরাচারের সময় তার ওপর অত্যাচারের খড়গ নেমে আসে। কিন্তু তিনি আপস করেননি। এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ। কেন কীভাবে তিনি শারীরিকভাবে অসুস্থ হলেন? তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় নেয়া হয়। আমরা দেখেছিলাম জেলে একজন সুস্থ মানুষ গেছে। অথচ, বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ। তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এসব ঘটনা দেশবাসী জানেন। তারপরেও বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে মানুষটির এতবড় অবদান রয়েছে, আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি, গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া জনপ্রত্যাশিত নির্বাচনে ওনার শারীরিক সক্ষমতা অ্যালাউ করলে নিশ্চয়ই তিনি কিছু না কিছু ভূমিকা রাখেবেন।

 

আরও পড়ুন: দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার

 

সেটা কি নির্বাচনে অংশগ্রহণ হতে পারে-- এমন প্রশ্নে তারেক রহমান বলেন, সেটা এখনও বলতে পারছি না। কারণ সেটা তার শারীরিক সক্ষমতার ওপর বিষয়টি নির্ভর করছে।        

]]>
সম্পূর্ণ পড়ুন