বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া হলো।
আরও পড়ুন: পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল: যা বলল ইসি
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশে এই প্রথম সশরীরে উপস্থিত না হয়েও পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ দেয়া হচ্ছে। ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও কয়েদিরা এতে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলেও পোস্টাল ব্যালটে দিতে হবে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।
]]>
৭ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·