তিনি বলেছেন, লুটপাটের অর্থনীতি হলে রাজনীতিও লুটপাটের রাজনীতি হবে। ফ্যাসিবাদ ঠেকাতে হলে লুটপাটের অর্থনীতি বন্ধ করতে হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে সেলিম এসব কথা বলেন।
তিনি বলেছেন, পুঁজিবাদী বাংলাদেশের জন্য স্বাধীন হয়নি। সমাজতন্ত্র অভিমুখে যাত্রা করে নতুন নেতৃত্বে নতুন লক্ষ্য ঠিক করতে হবে।
আরও পড়ুন: দেশকে যারা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে, তাদের ছাড় দেয়া হবে না: প্রিন্স
সিপিবি নেতা বলেন, একটা পুরো পরিবর্তন দরকার। সবচেয়ে জরুরি কর্তব্য ইনসাফ তৈরি করা। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে দেশ গঠন করা না গেলে ভুল হয়ে যাবে। শাসন কাঠামোর ভিতরের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। পরিকল্পনা গ্রাম ইউনিয়ন থেকে শুরু করে উপরের দিকে করতে হবে।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·