সোমবার (৩০ জুন) হাটহাজারীর আলিপুর হাই স্কুল মাঠে পৌর বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচিকে ঘিরে স্কুল মাঠে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়।
ব্যারিস্টার হেলাল বলেন, ‘বাংলাদেশে বর্তমানে নির্বাচনের সম্পূর্ণ পরিবেশ বিরাজ করছে। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে। যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, তারা এ দেশের জনগণের কাছে গণধিকৃত হবেন।’
তিনি বিএনপিকে এদেশের মাটি ও মানুষের সংগঠন উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ঘর বিএনপির একটি দুর্গ। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে আদর্শিকভাবে মোকাবিলা করতে ভয় পেতো। এখন তারা নির্বাচনের মাঠেও সাহস পাচ্ছে না। মধ্য ফেব্রুয়ারির পর একটি দিনও নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না।’
আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির আড়ালে ষড়যন্ত্র রয়েছে: এ্যানি
মীর হেলাল আরও বলেন, ‘বাংলাদেশের প্রায় সব মৌলিক সংস্কারের সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। তিনিই আধুনিক বাংলাদেশের রূপকার। আর বিএনপি একটি আধুনিক, উন্নয়নমুখী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণতান্ত্রিক দল।’
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘দেড় যুগ ধরে একটি ভোটবিহীন অবৈধ সরকার গুম, খুন, নির্যাতনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে এখনও রাজপথে আছে বিএনপি। যদি আবারও কোনো ষড়যন্ত্র দেখা দেয়, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দাঁড়াবে।’
বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠা করতে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেবে বিএনপি।’