নির্বাচনী আবহাওয়া কখনও সৃষ্টি হচ্ছে আবার কখনও থমকে যাচ্ছে: জাহিদ হোসেন

৬ দিন আগে
বাংলাদেশে নির্বাচনী আবহাওয়া কখনও সৃষ্টি হচ্ছে আবার কখনও থমকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৩০ জুন) বিকেল ৩টায় হাকিমপুর উপজেলার হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


ডা. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে এখন নির্বাচনী আবহাওয়া শুরু হতে যায় আবার থমকে যায় মানুষ একটু আশ্বস্ত হয় আবার মানুষের মধ্যে দুশ্চিন্তা অথবা আকাশে মেঘ দেখা যায়। আকাশে যত ঝড় তুফান মেঘ বৃষ্টি বাদল থাকুক না কেন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে


ডা. জাহিদ হোসেন বলেন, আকাশে যত ঝড়-তুফান থাকুক না কেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রস্তুত। তারা ভোটাধিকার প্রয়োগ করতে চায়। অতীত ১৭ বছরে তারা সেই অধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা বিশ্বাস করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে আশার কথা বলেছেন- ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনী ট্রেন সঠিক গন্তব্যে পৌঁছাবে, সেটি বাস্তবায়নের চেষ্টাও তিনি করবেন।


আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির আড়ালে ষড়যন্ত্র রয়েছে: এ্যানি


তিনি আরও বলেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা সুযোগসন্ধানী। কেউ কেউ আবার এককালের স্বৈরাচারের দোসর ছিলেন। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে অধিকারহারা মানুষদের অধিকার দ্রুত ফিরিয়ে আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যবস্থাই করবে বলে আমরা আশাবাদী।


অনুষ্ঠানে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পৌর ইউনিট থেকে নেতাকর্মীরা অংশ নেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এবং আরও অনেক স্থানীয় নেতাকর্মী।

]]>
সম্পূর্ণ পড়ুন