নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর সমঝোতা হয়েছে: গোলাম পরওয়ার

২ সপ্তাহ আগে
ইসলামী দলগুলোর মধ্যে ভোটব্যাংক গঠনে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

 তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোটবাক্স থাকবে—এই লক্ষ্যে সমঝোতা হয়েছে।’


শুক্রবার (২০ জুন) খুলনার সোনাডাঙ্গা এলাকার আল ফারুক মিলনায়তনে জামায়াতে ইসলামীর মহানগর শাখার আয়োজনে থানা পর্যায়ের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


অধ্যাপক পরওয়ার বলেন, ‘দেশ এখন আর বিদেশি প্রভুদের কথায় চলবে না। দেশের মানুষ নিজের শক্তিতে দেশকে এগিয়ে নিতে চায়। জামায়াত সেই লক্ষ্যে কাজ করছে।’ 

আরও পড়ুন: কমিশনের বৈঠকে না আসার কারণ জানালো জামায়াত

তিনি দাবি করেন, ‘আওয়ামী লীগ সরকার দিল্লির প্রেসক্রিপশনে বারবার ক্ষমতায় এসে দেশের আলেম-উলামা ও ইসলামপন্থীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তাই ভোটের মাধ্যমেই দেশে ইসলামী বিপ্লব ঘটাতে হবে।’

তিনি বলেন, ‘জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছিল, তা হাতছাড়া হয়ে যেতে পারে যদি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয়।’


শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, এবং টিম সদস্য মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার।


শিক্ষাশিবিরে মহানগর জামায়াতের বিভিন্ন থানার আমীর, সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, দাওয়াত, সেবামূলক কার্যক্রম ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং গণভিত্তি তৈরি করতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন