শনিবার (৫ জুলাই) ধামরাইয়ের সূয়াপুর ও সূতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পৃথক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের এই সভা অনুষ্ঠিত হয় স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, জনগণ গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দমতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। যে নির্বাচনের জন্যই এত লড়াই, সংগ্রাম, মামলা-হামলা, এত গুম-খুন এখন সেই নির্বাচন নিয়ে টালবাহান শুরু হয়েছে।
মুরাদ বলেন, গুম,খুন, নির্যাতন ও ভোটাধিকার হরণের জন্য আওয়ামী লীগকে জনগণ আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের এই কথা মনে রাখা উচিত, বেশি খেলা ভালো না।
আরও পড়ুন: অনির্বাচিত সরকার দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়: মুরাদ
সূয়াপুরের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খান। আর সূতিপাড়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় নেতা রমিজুর রহমান চৌধুরী রুমা। বক্তব্য দেন আবু তাহের মুকুট, লোকমান দেওয়ান, খন্দকার আইয়ুব, ওবায়দুল হক আলাল, আনসার আলী, খলিলুর রহমান, আবুল কালাম আজাদ, শহীদুর রহমান শহীদ, ইবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম মনির প্রমুখ।