নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন: ঢাবি ভিসি

৪ সপ্তাহ আগে
হাইকোর্টের রায় চেম্বার আদালত স্থগিত করায় নির্ধারিত সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

ঢাবি ভিসি বলেন, ভোট স্থগিতের রায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয়। এর প্রেক্ষিতে ভোট স্থগিতের রায় স্থগিত হয়েছে। এর প্রেক্ষিতে ভোট নির্দিষ্ট সময়েই হবে।

 

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আইনি কাজ করার জন্য ১২ সদস্যের প্যানেল আছে। শিশির মনির সেই প্যানেলেরই অংশ।

 

এ সময় ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িয়ে অবান্তর কথা বলে বিতর্ক উসকে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভিসি অধ্যাপক নিয়াজ।

 

আরও পড়ুন: ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত 

 

তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং বিষয়। অনেক বাঁধা বিপত্তি আছে। রিটও বাঁধার অংশ। আমরা আইনগতভাবে মোকাবিলা করছি‌। তবে ডাকসু ভোট স্থগিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জড়িত এ ধরনের অবান্তর কথা বললে বিতর্ক তৈরি হয়। বিতর্ক তৈরি না করে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাঁধা বিপত্তি, ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কাউকে অবান্তর কথা না বলার আহ্বান জানান তিনি। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন