নিরাপত্তা দিতে না পারলে ক্ষমতা থেকে নেমে যান: নাগরিক কমিটির নেতা

১ মাস আগে
অন্তর্বর্তী সরকার বিপ্লবীদের নিরাপত্তা না দিতে পারলে ক্ষমতা থেকে নেমে যাওয়ার কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা অডিটরিয়ামে ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি ৷

 

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে বলে যারা ভাবছেন তারা বোকার স্বার্গে বাস করছেন। আগামী দুটি নির্বাচনে আওয়ামী লীগের দলগতভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই।

 

চলতি মাসে তৃতীয় সপ্তাহে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে বলেও জানান।

 

আরও পড়ুন: জুলাই বিপ্লবীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

 

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির পলাশ উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরি, যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক কমিটি তাজনুভা জাবীন, নরসিংদীর জাতীয় নাগরিক কমিটির সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, আওলাদ হোসেন জনি, নরসিংদী জেলা বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের সদস্য গোলাম রাশেদ তমাল ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সামিউর রহমান মাহি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন