স্থানীয়দের অভিযোগ, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া থেকে নয়াপাড়া পর্যন্ত ১১ শ' মিটারের একটি সড়ক সংস্কারের কাজ পায় মেসার্স এনামুল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়কটির সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়।
তাদের দাবি, নিম্নমানের ইট দেয়ার বিষয়টি উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেনকে জানালেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আর এ কারণেই সড়কে নিম্নমানের ইট দিয়ে কাজ বন্ধ ও প্রকৌশলীর বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেন তারা।
আরও পড়ুন: বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল
প্রতিবাদ মিছিলে অংশ নেয়া কাওসার হামিদ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এলাকায় চলমান সড়কের কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানালে, তিনি সড়কে এসে দেখেন। তবে এ সময় তিনি উপস্থিত এলাকাবাসীকে বলেন সড়কে নিম্নমানের ইট দিতে হয়, তা না হলে রোলার দিয়ে সড়কের ভালো ফিনিশিং হয় না। এ কারণেই তার বিচারের দাবিতে এবং নিম্নমানের ইট দিয়ে সড়কের কাজ বন্ধ করতে এলাকাবাসী মিলে ঝাড়ু মিছিল করেছি।
আরও পড়ুন: আমানতের টাকা ফেরত পেতে সমিতির গ্রাহকদের ঝাড়ু মিছিল
এ বিষয়ে এলজিইডির তালতলী উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। সড়কটির কাজে মেকাডামের জন্য আধলা ইট আনা হয়েছিল। তবে ওই ইটের মধ্যে কিছু নিম্নমানের ইট আমার নজরে আসলে তা আলাদা করে সড়কের বাইরে রাখা হয়। পরবর্তীতে গতকালকে আবারও সরেজমিনে গিয়ে কিছু নিম্নমানের ইট দেখে ঠিকাদার প্রতিষ্ঠানকে তা অপসারণ করতে বলি। তবে ইটগুলো তারা অপসারণ না করায় এ ঘটনা ঘটেছে।
]]>