নিবন্ধন পেতে ইসিতে আজ আবেদন করবে নাগরিক কমিটি

২ সপ্তাহ আগে
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আজ রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি।

নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদনের বর্ধিত সময়সীমার মেয়াদ শেষ হচ্ছে আজ। এর আগে থেকেই নিবন্ধন পেতে ইসির শর্ত পূরণের সব প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তিন মাস আগে গঠিত হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।

 

দলীয় গঠনতন্ত্র, প্রতীক, জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠনসহ সব প্রস্তুতি চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা।

 

আরও পড়ুন: এনসিপির গঠনতন্ত্র অনুমোদন, নেয়া হলো যেসব সিদ্ধান্ত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। 

 

আবেদনের সময়সীমা ছিল ২০ এপ্রিল পর্যন্ত। কিন্তু এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় দুই মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে সংস্থাটি।

]]>
সম্পূর্ণ পড়ুন