রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোস প্রথমবার গান গেয়ে আলোচনায় এসেছেন। 'সিবেলেস' শিরোনামে একটি গান প্রকাশ করেছেন ৩৯ বছর বয়সি এই ডিফেন্ডার। সেই গানের একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে।
গানটি শুনে অনেকেই মনে করছেন, গানের ছন্দে রামোস রিয়াল মাদ্রিদের বোর্ডের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের প্রতি। গানটিতে আসলে রামোস বলতে চেয়েছেন, রিয়াল ছাড়ার আগে তিনি তার প্রাপ্য সম্মান পাননি।
আরও পড়ুন: বন্ধুর সঙ্গে দেখা করতে মেক্সিকো থেকে উড়ে এলেন রামোস
রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে পেরেজের সঙ্গে রামোসের একটি দ্বন্দ্বের দেখা মেলে। রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্লাবটির সঙ্গে আবারও দীর্ঘ সময়ের জন্য চুক্তি করতে চেয়েছিলেন রামোস। তবে রিয়ালের পক্ষ থেকে রামোসকে দীর্ঘ সময়ের জন্য চুক্তির প্রস্তাব করা হয়নি। যার কারণে বাধ্য হয়ে ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন স্পেনের সাবেক এই অধিনায়ক।
এরপর আবারও স্পেনে গিয়েছেন রামোস, তবে রিয়ালের হয়ে খেলার জন্য নয়। তাদের বিপক্ষে খেলার জন্য। পিএসজি ছেড়ে রামোস তার শৈশবের ক্লাব সেভিয়াতে যোগ দেন। তবে সেখানেও বেশি দিন খেলেননি তিনি। মাঝে এক বছর ফুটবল থেকে বিরতি থাকার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মেক্সিকান ক্লাব মন্তেরিতে যোগ দেন রামোস।