রাজধানীর বাংলামোটর, ধানমণ্ডি, আদাবর ও মিরপুরসহ বিভিন্ন স্থানে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পছন্দের পশু জবাই করছেন ধর্মপ্রাণ মানুষ। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় কোরবানি করছেন বলে জানান তারা।
পরিবারের সদস্যদের নিয়ে উৎসবমুখর পরিবেশে কোরবানি করতে পেরে উৎফুল্ল রাজধানীবাসী৷ এদিকে কোরবানি পরবর্তী পশুর রক্ত-বর্জ্য অনেকে নিজ উদ্যোগে অপসারণ করছেন।
আরও পড়ুন: কোরবানি আমাদের যে শিক্ষা দেয়
সরেজমিনে দেখা যায়, সিটি করপোরেশন থেকে সরবরাহ করা নির্ধারিত ব্যাগে বর্জ্য সরিয়ে নিচ্ছেন নগরবাসী৷ এছাড়া পানি ছিটিয়ে রাস্তা ফুটপাতসহ বাড়ির সামনের অংশ থেকে পশুর রক্ত ধুয়ে পরিষ্কার করছেন তারা।
আরও পড়ুন: যে সব কারণে আপনার কোরবানি বাতিল হতে পারে
এদিকে, দুই সিটি করপোরেশনের প্রশাসকের পক্ষ থেকে ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানানো হয়েছে।
]]>