নিজ ঘর থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
নেত্রকোনা সদরের নারিয়া পাড়া গ্রামে নিজ ঘর থেকে হেলাল উদ্দিন (৬০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘর থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কে কিভাবে হত্যা করা হয়েছে এ বিষয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।


নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: সিলেটের ওসমানীনগর থেকে গলাকাটা লাশ উদ্ধার


ওসি মামুন জানান, হেলাল উদ্দিন নিজ ঘরে শুয়েছিলেন। তার স্ত্রী বেদেনা আক্তারও সঙ্গে ছিলেন। ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওঠে স্বামীকে দেখেন জবাই করা অবস্থায়। পরে প্রতিবেশীদেরকে জানালে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। হেলাল উদ্দিন এই গ্রামের মৃত আশ্রাব উদ্দিনের ছেলে।


মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি মামুন।

]]>
সম্পূর্ণ পড়ুন