নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর বাদপুকুর গ্রামে নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংকের ভিতর থেকে রফিকুল ইসলাম রুবেল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেলে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত রফিকুল ইসলাম রুবেল বাদপুকুরিয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি রফিকুল ইসলাম রুবেল বাড়ি থেকে বের হয়ে পাশের একটি চায়ের দোকানে যায়। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোজাঁখুজির পর তাকে না পেয়ে তার বড় ভাই আশিকুর রহমান পরদিন ১২ জানুয়ারি ঝিনাইদহ সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শনিবার গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় শ্রমিকরা দুর্গন্ধ পান। আশপাশে খোঁজ করে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। ঘটনাটি তারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে নিখোঁজ রফিকুলের মরদেহ উদ্ধার করে।


ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, সেপটিক ট্যাংকের ভিতর থেকে ৭ দিন ধরের নিখোঁজ রফিকুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে অপহরণ করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আরও পড়ুন: পদ্মা নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার


ওসি আরও জানান, তবে কারা কেন তাকে হত্যা করেছে এ ব্যাপারে এখনো কিছুই জানান যায়নি। তবে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন