শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের পাশের কালামারছড়া দোছড়ি পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দোছড়ি এলাকার মৃত সালাহ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। বিষয়টি উখিয়া থানা পুলিশকে জানানো হলে একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। মোহাম্মদ হাশেম রোহিঙ্গা ক্যাম্প-৪ ও ক্যাম্প-৪ এক্সটেনশনের কসাইদের কাছে নিয়মিত গরু বিক্রি করতেন বলেও জানা যায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিংবোটসহ ১৬ জেলে আটক
এদিকে নিহতের পরিবার জানিয়েছেন, গত ৩০ ডিসেম্বর আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে হাশেম নিজ বাড়ি থেকে চার থেকে পাঁচটি মাঝারি আকারের গরু নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে বিক্রির জন্য যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে হত্যার পর মরদেহটি গাছে ঝুলিয়ে রেখেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
]]>
২ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·