রোববার (৪ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামের বাবুল প্যাদার ঘর থেকে আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি একটি বড় বস্তার মধ্যে রান্না ঘরের এক কোণে লুকিয়ে রাখা হয়েছিল।
নিহত আয়েশা মাঝনেতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সে নিখোঁজ হয়। পরিবারসহ এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
রোববার দুপুরে রান্না ঘরের এক স্থানে আয়েশার মামা খোঁজ করতে গিয়ে বস্তাবন্দি মরদেহটি দেখতে পান। পরে থানায় খবর দিলে রাঙ্গাবালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: খুলনায় নদীতে যুবকের ভাসমান মরদেহ, পরিচয় জানে না কেউ
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানোর হয়েছে । এটি একটি নির্মম ও সন্দেহজনক ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·