নিখোঁজ শিশুদের উদ্ধারে সহায়ক হবে ‘অ্যাম্বার অ্যালার্ট’

৩ সপ্তাহ আগে
দেশের নিখোঁজ শিশু উদ্ধারে কার্যকর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণে ‘অ্যাম্বার অ্যালার্ট’ চালু এবং নিখোঁজ শিশু উদ্ধারে সিআইডির বর্তমান ভূমিকা, প্রস্তুতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়েছে।

সম্প্রতি ঢাকাস্থ সিআইডি সদর দফতরে ‘অ্যাম্বার অ্যালার্ট’ টিমের সঙ্গে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহর এ বিষয়ে আলোচনা হয়।

 

সভায় জানানো হয়, ‘অ্যাম্বার অ্যালার্ট’ হলো একটি জরুরি সতর্কতা ব্যবস্থা, যা নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করার জন্য সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, এবং সাধারণ জনগণকে একত্রিত করে কাজ করে। আমেরিকা ও বিশ্বের অন্যান্য দেশে এই সিস্টেমের মাধ্যমে হাজারো শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।

 

বাংলাদেশেও এই প্রযুক্তি বাস্তবায়নে সিআইডি ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশ কীভাবে সমন্বিত ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়।

 

আরও পড়ুন: ফরিদপুরে শিশু নিখোঁজ, ২ ঘণ্টা পর মিলল ঝুলন্ত মরদেহ

 

সভায় সিআইডি প্রধান অ্যাম্বার অ্যালার্ট টিমকে আশ্বস্ত করে বলেন, নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধার একটি অত্যন্ত মানবিক ও মহৎ দায়িত্ব, যা সিআইডি সর্বোচ্চ পেশাদারিত্ব ও গুরুত্বের সঙ্গে পরিচালনা করে থাকে। তিনি আরও জানান, নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগিয়ে ‘জিরো মিসিং চিলড্রেন বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নে সিআইডি সর্বাত্মক সহযোগিতা দেবে।

 

অ্যাম্বার অ্যালার্টের পক্ষে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান, আয়েশা সিদ্দিকা, রাফিয়া উম্মা উসওয়াতুন রাফিয়াসহ সংশ্লিষ্ট টিমের সদস্যরা আলোচনায় অংশ নেন।

 

আরও পড়ুন; সিরাজদিখানে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

 

এ সময় উপস্থিত ছিল আলিফ ও আরব নামের সেই দুই শিশু যারা আগে অপহরণের শিকার হলেও পরে নিরাপদে উদ্ধার হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন