নিউমার্কেটে ভবন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১ সপ্তাহে আগে
রাজধানীর নিউমার্কেট বিশ্বাস বিল্ডার্সের একটি কক্ষ থেকে ফাতেমা আনোয়ারা ইশা (২৬) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তরার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) অ্যাপারেল মার্চেন্ডাইজিং এন্ড ম্যানেজমেন্ট (এএমএম) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের ১৮ তলায় একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

 

হাসপাতালে মৃত ইশার বোনজামাই নুর মোহাম্মদ শরীফ জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার রুপিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আনোয়ার হোসেন। ইশা থাকতেন বিশ্বাস বিল্ডার্স ভবনের ওই কক্ষে। পড়ালেখার পাশাপাশি অনলাইনে বিজনেস করতেন তিনি।

 

আরও পড়ুন: গাইবান্ধায় বিল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

 

তিনি আরও জানান, রোববার সকাল থেকে ফোনে কল করে তাকে পাওয়া যাচ্ছিল না। দুপুরে ইশার বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে থানা পুলিশকে ফোন দেয়া হয়। পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখা যায় ইশা সিলিং ফ্যানের সাথে গলায় টাই পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। কি কারণে ইশা গলায় ফাঁস দিয়েছেন তা জানাতে পারেনি পরিবার।

 

হাসপাতালে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন