বেসবলে আমেরিকান চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড সিরিজ ২০২৪-এ নিউ ইয়র্ক ইয়াঙ্কিসকে হারিয়ে শিরোপা জিতলো লস অ্যাঞ্জেলস ডজার্স। বুধবার, ৩০ অক্টোবর।
ডজার্সের ১৪০ বছরের ইতিহাসে এই নিয়ে অষ্টম বিজয়। নিউ ইয়র্কে ইয়াঙ্কি স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে তারা নিজেদের প্রমাণ করল। যদিও অধিকাংশ ভক্ত-অনুরাগী আশা করেছিলেন, ইয়াঙ্কিরা লস অ্যাঞ্জেলস-এর কাছ থেকে জয় কেড়ে নেবে।
টিভিতে এই সিরিজের রেটিং ছিল উঁচুতে এবং তা শুধু যুক্তরাষ্ট্রে নয়, বরং জাপানেও। কারণ ডজার্সের তুমুল জনপ্রিয় তারকা শোহেই ওতানি খেলেছেন। তিনি নিজের দেশে খেলোয়াড় জীবন শুরু করলেও চলতি মরসুমে লীগের সর্বোচ্চ ৫৪ হোম রান করে ‘ন্যাশনাল লীগ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারে’র খেতাব অর্জন করতে চলেছেন।
ডজার্স ও ইয়াঙ্কিস উভয়েই ঐতিহাসিক দল। এক শতকের বেশি সময় ধরে তারা আমেরিকার জনপ্রিয় এই খেলার সর্বোচ্চ স্তরে খেলছে। (ভিওএ)