পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় পিছিয়ে যেতে পারে আজকের ম্যাচটি। এছাড়া পিএসএলের দশম আসরের বাকি ম্যাচগুলো সরিয়ে নেওয়া হতে পারে করাচিতে।
কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে লাগাতার প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত। যার আঁচ গিয়ে পড়ছে ক্রীড়াঙ্গনেও। বৃহস্পতিবার বিকেলে একটি ড্রোন গিয়ে আঘাত হেনেছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকার একটি রেস্তোরাঁয়। তাতে রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ড্রোনটি ভারতের।
আরও পড়ুন: পরিত্যক্ত ম্যাচে তামিমের সেঞ্চুরির আক্ষেপ, সিরিজ জয় বাংলাদেশের
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি নজরদারি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ। এই ঘটনায় দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে উড়েছিল এবং তাতে কোনো বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এ ঘটনায় নিরাপত্তা শঙ্কায় পড়েছে পাকিস্তানের ক্রিকেট। দেশটিতে চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট পিএসএলের দশম আসর। যা চলবে ১৮ মে পর্যন্ত। ৮ মে নাহিদদের ম্যাচ ছাড়াও ১৩ মে পর্যন্ত রাওয়ালপিন্ডিতে আরও ৪টি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত হওয়ার কারণে নিরাপত্তা শঙ্কায় ম্যাচগুলো। যার কারণে এ স্টেডিয়াম থেকে সরিয়ে করাচিতে নেওয়া হতে পারে পিএসএলের বাকি ম্যাচগুলো।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
আপাতত পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জরুরি বৈঠকের ডাক দিয়েছেন। সেখান থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
]]>