অনেকেই অভিযোগ তুলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তার কারণে বাদ পড়েও বারবার দলে ফিরে আসেন বিজয়। তাদের যুক্তি, কোনো বিশেষ কারণ না থাকলে দেশের জার্সিতে বারবার ব্যর্থ হওয়ার পরেও কিভাবে ফিরে আসছেন বিজয়! এসব অভিযোগ এবং যুক্তিকে অবশ্য একদমই উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হাবিবুল বাশার। সাবেক টাইগার অধিনায়কের মতে, পারফর্ম করেই দলে এসেছেন বিজয়। চূড়ান্ত অফফর্মে থাকা এই ব্যাটারের পাশেও দাঁড়িয়েছেন বাশার। বিজয়ের আরেকটা সুযোগ প্রাপ্য বলে মনে করেন তিনি।
জাতীয় দলে বারবার ব্যর্থ হয়েও বিজয়ের সুযোগ পাওয়া প্রসঙ্গে বাশার বলেন, 'এনামুল হক বিজয় দলে এসেছেন পারফর্ম করেই। জনপ্রিয়তা দিয়ে কেউ দলে ঢুকতে পারে বলে আমি মনে করি না। ও প্রথম শ্রেণীর ক্রিকেটেও কিন্তু ভালো রান করে। সাদা বলের রেকর্ড দেখে নেয়া হয়েছে৷ কিন্তু ওর লাল বলের রেকর্ডও কিন্তু অনেক ভালো। খুলনা বিভাগের পক্ষে একদম তালিকার শুরুতেই থাকে। এজন্যই তাকে রাখা হয়েছে।'
আরও পড়ুন: পরের ম্যাচেই শান্তকে নিয়ে আর সমালোচনা হবে না
'তবে ঘরোয়ার যেই ফর্মটা, সেটা আন্তর্জাতিকে দেখাতে পারেনি। আমার মনে হয় সে আরেকটা সুযোগ ডিজার্ভ করে। যেহেতু আমরা দুজন ওপেনারই নিয়ে গেছি। শুরুতে তো শোনা গিয়েছিল শান্তকে দিয়ে ওপেনিং করার কথা ভাবা হচ্ছে। কিন্তু আমি কঠোরভাবে বিরোধিতা করেছি। ওপেনিং একটা বিশেষায়িত জায়গা, যারা ওপেনার তাদেরই ওপেনিং করা উচিত। ওপেনার আমরা দুজন নিয়েছি, তাদেরকেই আরেকটা সু্যোগ দেয়া উচিত।'–তিনি যোগ করেন।
বিজয়ের মতো গল টেস্টটা যাচ্ছেতাই কেটেছে নাহিদ রানারও। স্পিন সহায়ক উইকেট হলেও গলে প্রথম ম্যাচে সহায়তা পেয়েছেন পেসাররা। তবে আসিথা ফার্নান্দো, মিলান রাথনায়েক এবং হাসান মাহমুদরা সাফল্য পেলেও মলিন ছিলেন নাহিদ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির পেসারের এই দশা ভাবাচ্ছে সমর্থকদের। তবে বাশার মনে করেন, বেশি দ্রুতগতির পেসার হওয়ার কারণে এই উইকেটে সুবিধা পাননি নাহিদ। এমন উইকেটে কোথায় বল করতে হবে সেটা ধীরে ধীরে নাহিদ শিখে নিতে পারবে বলেও বিশ্বাস তার।
নাহিদের প্রসঙ্গে বাশার বলেন, 'সে শিখবে। গল টেস্টে উইকেট এমন ছিল, যাদের বেশি পেস তাদের বিপক্ষে ব্যাট করা সহজ ছিল। যারা বেশি পেসে বল করে তারা শর্ট অব লেন্থে বল করে৷ এ ধরনের উইকেটে এসব বল খেলা সহজ হয়ে যায়৷ অবাক হওয়ার কিছু নেই। এটা স্বাভাবিক। শ্রীলঙ্কাও তেমন কুইক বোলার খেলায়নি। এখানে আসলে যারা জোরে বল করে তাদের কিছু করার থাকে না, উলটো তাদের বলে ব্যাট করা সহজ হয়। এরকম উইকেটে কোন লেন্থে বল করতে হয় সেটা সে শিখবে। সে আমাদের জন্য সম্পদ। ভবিষ্যতে ভালো করবে। সে কেবল শুরু করেছে। আমার মনে হয় তাকে ছাড় দেয়া উচিত।'