নাহিদ রানাকে নিয়ে উইলিয়ামসের খোঁচার জবাব দিলেন শান্ত

৩ সপ্তাহ আগে
জিম্বাবুয়ের শন উইলিয়ামস নাহিদ রানার বল কখনও খেলেননি। সেই কারণেই হয়তো তাকে খোঁচাটা মেরেছিলেন তিনি। শুক্রবার (১৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, নাহিদ রানার গতি জিম্বাবুয়ের চিন্তার কারণ নয়। ম্যাচের আগের দিন শনিবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে সেই খোঁচার জবাবটাও অবশ্য দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেছেন, নাহিদ রানা কেমন বোলার, সেটা ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে। উইলিয়ামসের খোঁচা নিয়ে শান্তকে অবশ্য প্রশ্ন করা হয়েছিলো। সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কালকে ম্যাচে ও যখন বল করবে, আর প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে, তখন ব্যাটসম্যানদের শারীরিক ভঙ্গি দেখলেই বুঝতে পারবেন, নাহিদ কতটা ব্যতিক্রম।’ 

 

আরও পড়ুন: দুদকের তদন্তে কিছু বেরিয়ে এলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি বিসিবির

 

উইলিয়ামস গতকাল খোঁচাটা মেরেছিলেন এইভাবে, ‘এখনকার দিনে অনেক বোলারই আছে দ্রুতগতিতে বল করতে পারে। দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না। আমরা এটার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছে, যা মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করে।’ 

 

নাহিদ রানাকেও স্পষ্ট বার্তা দেওয়া আছে দল থেকে। তার বলে গতি আছে, তাই তাকে সবসময় জোরে বল করতেই বলা হয়। নাজমুল হোসেন শান্ত এ ব্যাপারে পরিষ্কার করে দিয়েছেন। 

 

আরও পড়ুন: পিএসএলে ঝলক দেখানো রিশাদকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও

 

‘ওকে অনেক আগে থকেই আমি চিনি। যখন ও কিছুই খেলেনি, একাডেমিতে অনুশীলন করতো তখন থেকেই চিনি। তখন থেকে এখন পর্যন্ত একটি বার্তাই দেয়া আছে, ও যেন ১৪০-এর বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত বার্তা পরিষ্কার। আশা করবো কালকে যদি ও খেলে, ১৪০ কিলোমিটারের চেয়ে বেশি জোরে বল করবে।’ 

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  আগামীকাল (২০ এপ্রিল) থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে চট্টগ্রামে। 

]]>
সম্পূর্ণ পড়ুন