নাসিরনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

৩ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের কলেজ ও হাসপাতাল মোড় এলাকায় এ  উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে শতাধিক ছোটবড় অবৈধ কাঁচা-ঘর উচ্ছেদ করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন। উচ্ছেদ অভিযানে সহকারি কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।


অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী  অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট শাহীনা নাছরীন জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কলেজ ও হাসপাতাল মোড়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে রাস্তার পাশে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিলেন দখলবাজরা। এতে সব সময়ই যানজট লেগে থাকে। তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে। 


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

তিনি বলেন, উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেয়ায় সোমবার উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে  জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন