সোমবার (২৯ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে নাসরিন একাডেমিকে ৮-০ গোলে হারিয়েছে বিকেএসপি।
অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের খেলোয়াড়দের নিয়ে দুর্দান্ত দল গড়েছে বিকেএসপি। অন্যদিকে নাসরিন একাডেমি এবার দল গুছিয়েছে অনভিজ্ঞদের নিয়ে। অভিজ্ঞদের নিয়ে মাঠে লিগের শুরুতেই মুদ্রার উল্টোপিঠ দেখতে হলো নাসরিন একাডেমির।
আরও পড়ুন: আলোচিত যত ফুটবলার অবসরে গেলেন
১১ মিনিটে গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্ট পেয়ে গিয়েছিলেন অয়ন্ত বালা, কিন্তু বলে স্পর্শ জোরে হওয়ায় তিনি নাগাল পাওয়ার আগেই এক ডিফেন্ডার কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করে দেন। বালার বাঁকানো কর্নারে বল সরাসরি জালে ঢুকতে যাচ্ছিল, সে যাত্রায় সুমি রানী বল ক্লিয়ার করেন।
গোছালো ফুটবলে শিরোপাধারীদের উপর চাপ ধরে রেখে খেলতে পারে বিকেএসপি। ২২তম মিনিটে তারা এগিয়েও যায়। কর্নারের পর বক্সের জটলার ভেতর থেকে লক্ষ্যভেদ করেন আইরিন খাতুন।
চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন। গোলকিপারের ভুলে বল পেয়ে যান আলমিনা, নিচু শটে জাল খুঁজে নেন তিনি। ৩৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বিকেএসপি। গোলকিপারকে কাটিয়ে নিজেও শট নিতে পারতেন প্রতিমা মুন্দা, কিন্তু তিনি পাস বাড়ান বাম দিকে থাকা অয়ন্ত বালাকে। সহজ শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।
আরও পড়ুন: গ্লোব সকার অ্যাওয়ার্ডে কে কী পেলেন
৭৩তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করার দুই মিনিট পর দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান প্রতিমা। এরপর রিয়া দূরপাল্লার শটে এবং ৮৩তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ফাতেমা আক্তার।
শেষ দিকে ফাতেমার শট গোলকিপার দুইবার ফেরালেও তৃতীয়বার ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে উম্মে কুলসুমের শট গোলকিপারের হাত ফসকে বেরিয়ে জালে জড়ায়। আর তাতেই বড় নিয়ে মাঠ ছাড়ে বিকেএসপি।
]]>
২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·