১২ দলের মধ্যে এখন ৪ দল ঠিকই হয়নি। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়ার পাশাপাশি আছে, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। এই গ্রুপে যোগ দেবে বাছাইপর্ব খেলে আসা আরও দুটি দল। ‘বি’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি আছে ডিফেন্ডিং নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
বার্মিংহ্যামের এজবাস্টনে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ১২ জুন শুরু হবে আসর। লর্ডসে ফাইনাল ৫ জুলাই। টুর্নামেন্টের ৩৩টি ম্যাচ হবে ইংল্যান্ডের ৭টি ভেন্যুতে। এগুলো হলো- এজবাস্টন, ব্রিস্টল, হেডিংলি, লর্ডস, ওভাল, ওল্ড ট্রাফোর্ড ও রোজ বোল।
আরও পড়ুন: ছোট দলগুলোর জন্য চারদিনের টেস্টের অনুমোদন দিচ্ছে আইসিসি
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের টিকিট পেয়েছে ২০২৪ আসরের পারফরম্যান্স দিয়ে। পাকিস্তান ও শ্রীলঙ্কা জায়গা করে নিয়েছে র্যাঙ্কিংয়ে দিয়ে। বাংলাদেশ ও স্কটল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্ব, যা আগামী বছরের শুরুর দিকে নেপালে অনুষ্ঠিত হবে। বাছাইয়ের জন্য উত্তীর্ণ হয়েছে যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ডও।
ইউরোপ, আফ্রিকা, ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব এখনও শুরুই হয়নি। সেখান থেকে বিশ্বকাপ বাছাইয়ে আসবে আরও পাঁচ দল। ইউরোপ অঞ্চলের বাছাইর্পব হওয়ার কথা ২০ আগস্ট থেকে, আফ্রিকা অঞ্চলের ৩১ আগস্ট থেকে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৯ সেপ্টেম্বর থেকে।