নারী লাল দলকে বড় ব্যবধানে হারাল অনূর্ধ্ব-১৫ দল

১ সপ্তাহে আগে
আগামী সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে সিরিজ খেলছে নারী জাতীয় দল। সেখানে বুধবার (২০ আগস্ট) অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। এ ম্যাচে নারী লাল দলের বিপক্ষে ৮৭ রানের জয় পেয়েছে অনূর্ধ্ব-১৫ দল।

বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। স্কোরবোর্ডে ২৮ রান জমা করতেই দুই ওপেনারকে হারায় তারা। তৃতীয় উইকেট জুটিতে আফজাল হোসেন ও ফাইয়াজ খান ফাহিম দলকে এগিয়ে নিতে থাকেন। 

 

৫৭ রানের জুটি ভাঙেন সানজিদা। এরপর দ্রুতই আরও একটি উইকেট হারায় তারা। পরে দলের হাল ধরেন অধিনায়ক বায়েজিদ বোস্তামি। ৮১ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। বায়েজিদের ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৪৬ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রানের সংগ্রহ পায় অনূর্ধ্ব-১৫ দল। 

 

আরও পড়ুন: বিশ্ব ক্রিকেট যত দূর এগিয়েছে, বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে: মুশফিক

 

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নারী লাল দল। ইশমা তানজিম ও শারমিন সুলতানার উদ্বোধনী জুটি থেকে আসে ৫০ রান। এরপরই ধস নামে তাদের ইনিংসে। 

 

বাকি ব্যাটারদের মধ্যে কেবল সুমাইয়া আক্তার ও রিতু মনি দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। তা ছাড়া আর কোনো ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। 

 

শেষ পর্যন্ত ৯৪ রানেই অলআউট হয়ে যায় নারী লাল দল। আর তাতেই ৮৭ রানের বড় জয় পায় অনূর্ধ্ব-১৫ দল। দলের হয়ে ৩ উইকেট শিকার করেছেন আলিমুল ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন