নারী ফুটবলারের সম্মানে বিমানের নামকরণ

২ সপ্তাহ আগে
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এমন সম্মাননা পেলেন আইতানা বোনমাতি। দুইবারের ব্যালন ডি'অর জয়ী এই নারী ফুটবলারের সম্মানে একটি বিমানের নামকরণ করা হয়েছে তার নামে। বিমানটির পূর্ব নাম ছিল এ-৩২০ এয়ারক্রাফট।

স্প্যানিশ ভুয়েলিং এয়ারলাইন কোম্পানি অনেকদিন ধরেই নারীদের খেলাধুলা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে। সেই ধারাবাহিকতায় স্পেনের অন্যতম সেরা নারী ফুটবলারের নামে এবার বিমানের নামকরণ করল তারা। বোনমাতির পুরো নাম অনুযায়ী, বিমানটির নাম দেয়া হয়েছে আইতানা বোনমাতি কোনকা।  

 

শুধু এটিই নয়, স্প্যানিশ বিমানটির ভেতরে বোনমাতির বার্সেলোনার জার্সি সংরক্ষিত থাকবে। এছাড়া বিমান চলাকালে তার রেকর্ডকৃত একটি অডিও বার্তা শুনতে পাবেন যাত্রীরা।

 

নিজের নামের বিমান নিয়ে প্রতিক্রিয়ায় বোনমাতি বলেন, 'আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই ফুটবলার হওয়ার এবং উড়ে বেড়ানোর স্বপ্ন দেখেছি।'

 

আরও পড়ুন: মায়ামির ফাইনালে ওঠার মিশনে মেসির খেলা নিয়ে শঙ্কা

 

স্পেনে বিমানের মাধ্যমে ফুটবলারদের সম্মানিত করার ঘটনা এবারই প্রথম নয়। ২০২৪ সালে বার্সেলোনা নারী দলের থিমে একটি বিমানের বহির্ভাগ সাজানো হয়েছিল। ইউরোপীয় ফুটবলে এই ঘটনা সেবারই প্রথম ঘটেছিল।

 

]]>
সম্পূর্ণ পড়ুন