শুক্রবার (২০ জুন) দলটির খসড়া গঠনতন্ত্র অনুমোদনের পর এক প্রেস ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, এনসিপির নামে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার করা হচ্ছে। এসব থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
নারী কর্মীদের নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, নারী কর্মীদের নিয়ে মিথ্যাচার করে, ভুয়া ফটোকার্ড করে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীদের সম্মানহানি করা হচ্ছে। এসব মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে এনসিপি।
গণমাধ্যমেও মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশ করা হচ্ছে উল্লেখ করে আখতার আরও বলেন, যেসব গণমাধ্যম রাজনৈতিক দলের নারীদের নিয়ে মিথ্যাচার করে সংবাদ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধেও প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করা হবে।
এ সময় দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমও নারী সদস্যদের বিষয়ে মিথ্যাচার চলছে উল্লেখ করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
আরও পড়ুন: এনসিপি নেতা সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ
সম্প্রতি এক নারী কর্মীকে অশোভন প্রস্তাব দেয়ার অভিযোগ ওঠে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। পরে গত মঙ্গলবার (১৭ জুন) নৈতিক স্খলনের অভিযোগে তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। পাঁচ দিনের মধ্যে তাকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়৷ পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগপর্যন্ত তুষারকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকারও নির্দেশ দেয়া হয়।
]]>