নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা

২ সপ্তাহ আগে

প্রথম তিন ওভারে রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারিন ১৮ বলে ৪৮ রানের ঝড়ো জুটি গড়েন। দ্বিতীয় ওভারে দুষ্মন্ত চামিরার ৬ বলে ২৫ রান তোলেন তারা। গুরবাজ ১২ বলে ২৬ রানের সবই করেছেন বাউন্ডারি থেকে, ৫ চার ও ১ ছয় মারেন তিনি। ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ৭৯ রান তোলে কলকাতা। নারিন ১৬ বলে দুটি করে চার-ছয়ে ২৭ রানে থামেন।  এরপর আজিঙ্কা রাহানে ১৪ বলে ২৬ রান করে আউট হন। আংক্রিশ রাঘুবংশী ও রিংকু সিংয়ের ৪৬ বলের ৬১... বিস্তারিত

সম্পূর্ণ পড়ুন