বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারে এ হত্যাকাণ্ড ঘটে। দুপুরে মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিলকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদিল দীর্ঘদিন ধরে র্যাংগস কোম্পানির স্টাফদের খাবার রান্নার বাবুর্চির কাজ করছেন। গত ৯ মাস আগে জামালপুর জেলার চুনুটিয়া গ্রামের রিয়া মনিকে বিয়ের করেন তিনি। এরপর থেকে স্ত্রী রিয়া মনিকে নিয়ে কামারগাঁও এলাকায় প্রতিষ্ঠানটির কোয়ার্টারে একটি ঘরে বসবাস করছেন আদিল।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ‘চোর’ আখ্যা দিয়ে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
তারা আরও জানান, বুধবার সকালে ঘরের ভেতরে রিয়া মনির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে দুপুরে সোনারগাঁ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) ইমরান আহম্মেদ জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি উদ্ধারসহ নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জেলা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তসহ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
]]>
১ সপ্তাহে আগে
৩





Bengali (BD) ·
English (US) ·