নারায়ণগঞ্জে ৪ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন চারটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সদরের জালকুঁড়ি উত্তরপাড়া এলাকায় চারটি স্থানে এই অভিযান চালানো হয়।


এ সময় সরকারের নির্ধারিত সংস্থাগুলোর কোনো প্রকার অনুমোদন না নিয়ে পরিচালিত চারটি অবৈধ কারখানা চোরাইপথে গ্যাসের সংযোগ নিয়ে লোহাজাতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।


পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কারখানাগুলোর অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। জব্দ করা হয় চার ইঞ্চি ব্যাসের ২০০ ফুট অবৈধ পাইপ ও ৬টি হিট চেম্বারসহ বিভিন্ন প্রকার যন্ত্রাংশ।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১ হাজার অবৈধ আবাসিক গ্রাহকের রেগুলেটর ধ্বংস করল তিতাস


তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি বুঝতে পেরে মালিকপক্ষের লোকজন আগেই কারখানা থেকে পালিয়ে যাওয়ায় কোনো প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন: তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, ফতুল্লা আঞ্চলিক বিপণন কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন