শুক্রবার (১৩ জুন) রাতে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার চিতাখোলার পাশে এ ঘটনা ঘটে।
নিহত স্বপন মোল্লা সদর উপজেলার গোপচর এলাকার মৃত সাহাদ আলী মোল্লার ছেলে। তিনি বক্তাবলী এলাকায় একটি ইটভাটায় কাজ করতেন।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘টিপু নামে এক ব্যক্তি স্বপনকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে মোটরসাইকেলে বাসার সামনে থেকে দুই যুবক তাকে ঘটনাস্থলে নিয়ে যান। সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় স্বপনের ভাইকেও পিটয়ে আহত করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে দিনদুপুরে দুজনকে কুপিয়ে হত্যা
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়’
মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।