বুধবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহায়তায় এবং সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন, বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পু।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
অভিযান শেষে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিক সাংবাদিকদের জানান, মাদক সন্ত্রাস নির্মূলে চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে কুমুদিনী খাল পাড় ও জেটির নীচ সহ বিভিন্ন স্থানে তল্লাশি করে উদ্ধার হয় রামদা, বগি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ বিভিন্ন ধরণের ২৭ টি ধারালো অস্ত্র। এছাড়াও উদ্ধার হয় ৬৭ পিস ইয়াবা, হেরোইন, ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ সাড়ে ১৬ হাজার টাকা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দোকানে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
এসময় সেখান থেকে এসব অস্ত্র, মাদক ও জব্দকৃত অবৈধ সামগ্রীসহ আটক করা হয় বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পুকে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।
]]>