নারায়ণগঞ্জে মধ্যরাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ২

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (১১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহায়তায় এবং সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়।

 

আটকরা হলেন, বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পু।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

 

অভিযান শেষে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিক সাংবাদিকদের জানান, মাদক সন্ত্রাস নির্মূলে চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে কুমুদিনী খাল পাড় ও জেটির নীচ সহ বিভিন্ন স্থানে তল্লাশি করে উদ্ধার হয় রামদা, বগি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ বিভিন্ন ধরণের ২৭ টি ধারালো অস্ত্র। এছাড়াও উদ্ধার হয় ৬৭ পিস ইয়াবা, হেরোইন, ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ সাড়ে ১৬ হাজার টাকা।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে দোকানে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

 

এসময় সেখান থেকে এসব অস্ত্র, মাদক ও জব্দকৃত অবৈধ সামগ্রীসহ আটক করা হয় বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পুকে।

 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন