নারায়ণগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৩

৪ সপ্তাহ আগে ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার কাচঁপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী ওয়াহিদ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩), যাত্রী কাকলী আক্তার (৩৫) ও তার পাঁচ বছর বয়সের শিশু ছেলে আরিয়ান রাফি।


জানা গেছে, নিহত কাকলী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সীচা এলাকার আসরাফুলের স্ত্রী। অন্যদিকে নিহত অটোরিকশা চালক আনিসুর রহমান রংপুর জেলার পীরগাছা থানার সুকানপুকুর এলাকার আব্দুল ওহাবের ছেলে।


আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচাপায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত


পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা কাঁচপুর সেতুর উপর দিয়ে উল্টোপথে যাচ্ছিল। সেতুর ঢালে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক আনিসুর রহমান, যাত্রী কাকলী আক্তার ও তার পাঁচ বছর বয়সের শিশু সন্তান আরিয়ান রাফির মৃত্যু হয়। খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ বিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ সময় সংবাদকে বলেন, দুপুর একটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করি। পরে থানায় নিয়ে আসি। এছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন