নারায়ণগঞ্জে ফেরি থেকে পড়ে গেল পাঁচ যানবাহন, নিখোঁজ ১

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় বক্তাবলী ফেরি থেকে পড়ে গেছে ট্রাক ও অটোরিকশাসহ পাঁচটি যানবাহন। এ ঘটনায় এখন পর্যন্ত একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

নিখোঁজ ব্যক্তি হলেন ভ্যানচালক স্বাধিন (২৫)।

 

শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া নয়টার দিকে মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মুক্তিপণ না পেয়ে যুবককে হত্যার অভিযোগ

 

সময় সংবাদকে তিনি বলেন, ‘বক্তাবলীর পূর্বপাশে ফেরিঘাট থেকে বেশ কিছু যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদী পার হতে ছাড়ে। ফেরিটি মাঝ নদীতে যাওয়ার পর হঠাৎ করে একটি ট্রাক চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি ছাড়াও এর ধাক্কায় সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান গাড়ি পানিতে পড়ে ডুবে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও ভ্যানের চালক নিখোঁজ রয়েছেন।’

 

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। যার কারণে হঠাৎ সেটি চালু হয়ে গেলেও স্টিয়ারিং এ বসে থাকা চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি। ফলে পাঁচটি যানবাহনের সবগুলোই নদীতে তলিয়ে যায়।’

 

নিখোঁজ ব্যক্তি ও ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারে তৎপরতা চলছে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজের পরদিন ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন সময় সংবাদকে জানান, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন