শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা মুন্সিখোলা এলাকার একটি বন্ধ দোকানঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
নিহত বশির ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকার বাসিন্দা।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।
নিহতের পরিবারের দাবি, বশিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। বশির মাদকাসক্ত ছিলেন বলে তার পরিবার পুলিশকে জানিয়েছে। ফলে এই মৃত্যুর ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: অফিস রুমে ঝুলানো অবস্থায় পাওয়া গেল এনজিও কর্মীর মরদেহ
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বশিরকে পরিত্যক্ত দোকান থেকে একটি রড হাতে বের হয়ে পুনরায় দোকানের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপর থেকে আর তাকে বের হতে দেখা যায়নি।
তিনি বলেন, ‘ঘটনাস্থলের পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজেও একই দৃশ্য দেখা গেছে। নিহতের শরীরে আঘাতের দৃশ্যমান কোনো  চিহ্ন পাওয়া যায়নি। তবে নাক দিয়ে রক্ত বের হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

 ১ সপ্তাহে আগে
                        ৬
                        ১ সপ্তাহে আগে
                        ৬
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·