নারায়ণগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ২০

১ সপ্তাহে আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়ি দখল করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার উচিৎপুরা বাজারে এই সংঘর্ষ হয়।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত সোমবার (১৮ আগস্ট) মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদী গ্রামের কিছু লোক পার্শ্ববর্তী গহরদী গ্রামের বসর মিয়ার বাড়ি দখলের চেষ্টা করেন। পরে প্রতিপক্ষের বাধার কারণে দখল চেষ্টাকারীরা ফিরে যান। এ নিয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও বিষয়টি অমীমাংসিত থাকে।


আরও পড়ুন: ময়মনসিংহে পাওনা টাকার দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের


এরই জেরে বুধবার বিকেলে মর্দাসাদী ও গহরদী গ্রামের লোকজন লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ, দফায় দফায় হামলা ও ধাওয়া-পালটা ধাওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে আলমগীর নামে এক ব্যক্তি টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।


পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন: বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫


আহতদের মধ্যে আলমগীর মিয়া, সাদেক আলী, সাদিকুল, আবীর, মিলন, কাইয়ুম, জাহিরুল, মনির, সেলিম ও ইসমাইল হোসনের নাম জানা গেছে। তাদের মধ্যে গুরুতর আলমগীর মিয়া ও সাদেক আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন