নারায়ণগঞ্জে দাম্পত্য কলহে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দি গ্রামে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।


জানা গেছে, নিহত সুলেখা বেগম (৪০) উপজেলার কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের মো. আব্দুলের মেয়ে। তার স্বামী গ্রেফতার রব মিয়া (৫০) একই উপজেলার নারান্দি গ্রামের বাসিন্দা। এলাকায় তার একটি ফার্নিচারের দোকান রয়েছে। এই দম্পতির চার সন্তান রয়েছে। ঘটনার সময় তারা কেউই বাড়িতে ছিলেন না।


আরও পড়ুন: চাঁদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন


পুলিশ ও স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের জেরে সকাল ১০টার দিকে সুলেখা বেগম ও রব মিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রব মিয়া উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে স্ত্রী সুলেখার গলা কেটে তাকে হত্যা করেন। এ সময় আশপাশের লোকজন চিৎকার শুনে এসে ঘরে সুলেখার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এবং থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠান।


এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রবকে আটক করে। তার বাসা থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি এনায়েত হোসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন