নারায়ণগঞ্জে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতাররা হলেন রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিটন মিয়া (২৬) এবং মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম (২৫)। 

 

রিটন মিয়া রূপগঞ্জ উপজেলা বাঘবেড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এবং রফিকুল ইসলাম রফিক উপজেলার জাঙ্গীর গ্রামের দবির উদ্দিনের ছেলে।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে নির্মাণাধীন ৮ ভবনে রাজউকের অভিযান

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতাররা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এলাকায় ছিনতাই ও ডাকাতিতে জড়িত ছিল এবং জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছিল। ৫ আগস্টের পর থেকে তারা আত্মগোপনে ছিল।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘সোমবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে রিটন মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাংচুর ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন