সোমবার ( ৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলতা এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা প্রকাশ্যে এ ঘোষণা দেন।
সভায় উপস্থিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেও স্বাধীনভাবে এলাকায় উন্নয়নমূলক কাজ করার সুযোগ পাননি। একটি সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে তারা কার্যত জিম্মি অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলেও এলাকার উন্নয়ন, সড়ক, ড্রেনেজ, সামাজিক নিরাপত্তা ও জনসেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আমরা বাধাগ্রস্ত হয়েছি। সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা ছিল না।
আরও পড়ুন: নানা নাটকীয়তার পর চট্টগ্রামে বিএনপি প্রার্থী জসিমের মনোনয়নপত্র বৈধ
সভায় বক্তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তিনি এলাকার মানুষের কাছে একজন আস্থাভাজন ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। তার ওপর তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে।
চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বলেন, দিপু ভূইয়া নির্বাচিত হলে আমরা স্বাধীনভাবে এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারবো। রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
সভা থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক আওয়ামী লীগপন্থি এই জনপ্রতিনিধিরা।
আরও পড়ুন: বিএনপির প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড়সহ চিঠি
সভায় ভুলতা, গোলাকান্দাইল ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
]]>
১ সপ্তাহে আগে
১








Bengali (BD) ·
English (US) ·