নারায়ণগঞ্জ থেকে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে’ যাচ্ছেন ২ লক্ষাধিক মানুষ

৩ সপ্তাহ আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকা থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পদযাত্রা বের হয়।


জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও মহিলা দলসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দলে দলে মিছিল নিয়ে এ আনন্দ র‍্যালিতে যোগ দেন।


নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা বহন করেন। পাশাপাশি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দের জোয়ার বইতে থাকে।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন / ভোটের হাওয়া বইছে নারায়ণগঞ্জে, ৫ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আনন্দ শোভাযাত্রা ও পদযাত্রার প্রাক্কালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘জননেতা তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার বার্তা নিয়ে আসছেন। পরিবর্তনের সুবাতাস নিয়ে আসছেন। ফ্যাসিবাদের কবলে পড়ে বিধ্বস্ত বাংলাদেশকে তিনি নতুন করে নির্মাণ করবেন। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছুতে তিনি পরিবর্তনের বার্তা নিয়ে আসছেন।’


নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান দেশে আসার একদিন আগেই আমরা পায়ে হেঁটে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নারায়ণগঞ্জ জেলা থেকে আমরা দুই লক্ষাধিক মানুষ সুশৃঙ্খলভাবে রওনা হয়েছি। আমরা আমাদের নেতার জন্য সারা রাত সেখানে অবস্থান ও অপেক্ষা করব।’

]]>
সম্পূর্ণ পড়ুন