নারায়ণগঞ্জে ২ আসামি গ্রেফতার, গুলিসহ পিস্তল জব্দ

৩ দিন আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে র‌্যাব-১০।

রোববার ( ২৯ জুন) বিকেলে আড়াইহাজার চৌরাস্তা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এই তথ্য জানিয়েছে।


গ্রেফতার দুই আসামি হলেন: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা এলাকার তারা মিয়ার ছেলে মো. তরিকুল হোসেন (২৫) এবং রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. সুজন (২৯)।


অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।


আরও পড়ুন: মুরাদনগরে ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি এমজেএফের


গ্রেফতার আসামি সুজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং এই মামলায় এর আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন।


বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানায়, গ্রেফতার দুজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন যাবত অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।


তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নতুন মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন