সোমবার (২৫ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ সুখবর দেন মিথিলা। স্ট্যাটাসে দুটি ছবি আপলোড করেন।
যার একটিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, জেনেভা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আছেন। অন্যটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর তৈরি করা থিসিসের বই। ছবি দুটির ক্যাপশনে মিথিলা লেখেন,
জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে রক্ষা করতে পেরে আমি অত্যন্ত আবেগপ্রবণ এবং গর্বিত! এই মুহূর্তটি পাঁচ বছরের একটি যাত্রার সমাপ্তি যা তিক্ত-মিষ্টির চেয়ে কম ছিল না।
মিথিলা আরও লেখেন,
আমার জন্য, ‘কম ভ্রমণের পথ’ বেছে নেয়ার অর্থ হল পূর্ণকালীন ক্যারিয়ার, মাঝে মাঝে অভিনয় উদ্যোগ এবং উল্লেখযোগ্য পারিবারিক দায়িত্বের সাথে তাল মিলিয়ে এই ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা। মুহূর্তটি অভিজ্ঞতার স্থিতিস্থাপকতার চূড়ান্ত মাস্টারক্লাস, যা আমাকে প্রকৃত গভীরতা শেখায়, আমি কী সামলাতে পারি।
আরও পড়ুন: ‘প্রিন্স’ সিনেমায় শাকিবের পারিশ্রমিক কত, কী বলছেন প্রযোজক?
সবশেষে এ অভিনেত্রী লেখেন,
আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতার ঋণী, যাদের অটল সমর্থন এ যাত্রা চালিয়ে যাওয়ার জ্বালানি ছিল। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে এবং গর্বের সাথে আমার নামের সাথে ‘ডক্টর’ উপাধি যুক্ত করতে পারি- যেটি অর্জনের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি।
আরও পড়ুন: রইস উদ্দিনের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন অপু বিশ্বাস
]]>